নিজস্ব প্রতিবেদন:  চার কেন্দ্রে উপনির্বাচনে 'অভাবিত সাফল্যে'র জন্য তৃণমূলকে (TMC) অভিনন্দন জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সঙ্গে প্রশ্নও তুললেন, 'এই ব্যবধান কি মানুষের মতের প্রতিফলন? কী আবহে ভোট হয়েছে, সবাই দেখেছে'। দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়া, 'তৃণমূল একশো শতাংশ ভোট পেলেও অবাক হব না। সব ভোট লুঠের নেওয়ার ক্ষমতা আছে তৃণমূলের'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধানসভা ভোটের পর থেকে ভাঙন অব্যাহত গেরুয়াশিবিরে। রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনেও এবার মুখ থুবড়ে পড়ল বিজেপি। হাতছাড়া হয়ে গেল নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা কেন্দ্র। দিনহাটায় রেকর্ড ভোটে জিতলেন বিধানসভা ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থী উদয়ন গুহ। এমনকী, শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্র, দিনহাটা- গোসাবা-খড়দহে জামানত বাজেয়াপ্ত হল বিরোধীদের।


আরও পড়ুন: Kali Puja 2021: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর-কালীঘাট যাবেন? বাড়ছে মেট্রো, রইল সম্পূর্ণ সূচি


কেন এমন ভরাডুবি? এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'বিধানসভা ভোট পর থেকে আক্রান্ত বিরোধী। অনেক বিজেপি কর্মী এখনও ঘরছাড়া। দিনহাটায় কীভাবে ভোটে লড়েছি, সবাই দেখেছে। আমাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। এই ব্যবধান কি মানুষের মতের প্রতিফলন? কী আবহে ভোট হয়েছে, সবাই দেখেছে'। সঙ্গে যোগ করলেন, ' আজ নতুন রেকর্ড গড়ল তৃণমূল। এই পরাজয় মেনে নিচ্ছি। আগামীদিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রিয়, রাজনৈতিক সচেতন মানুষ প্রতিরোধ গড়ে তুলবেন, এই আশা রাখি'।


আরও পড়ুন: কলকাতায় বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য! ঘটনাস্থলে পুলিসের শীর্ষ কর্তারা


রাজ্য়ে নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'নির্বাচনের আগে বিজেপির পক্ষে হাওয়া ছিল। দিনহাটা, গোসাবা ব্যাপক সন্ত্রাস হয়েছে। খড়দহে এতটা ভোট লুট হয়নি। এই পরিস্থিতিতে আমরা ভোট চাইনি'। শাসকদলকে দিলীপের কটাক্ষ, 'তৃণমূল একশো শতাংশ ভোট পেলেও অবাক হব না। সব ভোট লুঠে নেওয়ার ক্ষমতা আছে তৃণমূলের আছে'।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)