BJP-র জাতীয় কর্মসমিতিতে ৮ থেকে ১৮ বঙ্গ ব্রিগেড, TMC-র প্রাক্তনীদের নিয়ে দলেই প্রশ্ন

 জাতীয় কর্মসমিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের জায়গা দেওয়ার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না পদ্ম শিবিরের বঙ্গ ব্রিগেডের একাংশ।

Updated By: Oct 7, 2021, 08:50 PM IST
BJP-র জাতীয় কর্মসমিতিতে ৮ থেকে ১৮ বঙ্গ ব্রিগেড, TMC-র প্রাক্তনীদের নিয়ে দলেই প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন: ৮ থেকে ১৮। একুশের ভোটের হারের পরেও বিজেপির জাতীয় কর্মসমিতিতে বাড়ল টিম বাংলা। গেরুয়া শিবিরের নীতি নির্ধারক কমিটিতে জায়গা পেলেন তৃণমূল থেকে আসা মিঠুন, দীনেশ, রাজীবরা। 

লক্ষ্য ছিল ২০০। কিন্তু ভোটের ফলে অর্ধেক আকাশও পেরোতে পারেনি বিজেপি। আপাতত অধরাই থেকে গিয়েছে গেরুয়া শিবিরের বঙ্গজয়ের স্বপ্ন। তাতে অবশ্য কেন্দ্রের শাসক দলের কাছে বাংলার গুরুত্ব কমছে না। সেই বার্তা দিতেই,জাতীয় কর্মসমিতিতে বাংলা থেকে ১৮ জনকে জায়গা দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির জাতীয় কর্মসমিতি ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কর্মসমিতির সাধারণ সদস্য হিসেবে বাংলা থেকে জায়গা পেয়েছেন- 

- অভিনেতা মিঠুন চক্রবর্তী
- প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী
- রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত
- প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ
-  অনির্বাণ গঙ্গোপাধ্যায়
- মুকুটমণি অধিকারী

কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে বাংলা থেকে রয়েছেন- 

- জয়ন্ত রায় 
- রাজীব বন্দ্যোপাধ্যায়
- অশোক লাহিড়ি
- দেবশ্রী চৌধুরী 
- রূপা গঙ্গোপাধ্যায়
- মাফুজা খাতুন

জাতীয় পদাধিকারী হিসেবে কমিটিতে রয়েছেন- 

- সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
- সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা
- সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্তা

এছাড়া, পদাধিকার বলে কর্মসমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে বাংলা থেকে রয়েছেন- 

- বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
- বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী
- সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী 

রাজ্য বিজেপি সূত্রে খবর, ভোটে হারলেও, বাংলায় সাংগঠনিক বৃদ্ধিকে উল্লেখযোগ্য বলে মনে করছে দল। তাই জাতীয় কর্মসমিতিতে ৮ থেকে একলাফে ১৮-য় পৌছে গিয়েছে টিম বাংলা। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম এত জন বিজেপির জাতীয় কর্মসমিতিতে জায়গা পেলেন। তবে বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসির হিড়িক পড়ে গিয়েছে। অনেকেই ফিরেছেন, অনেকে ফেরার লাইনে। বৃহস্পতিবারই তৃণমূলে ফিরে এসেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। রাজীবকে নিয়েও জল্পনার অন্ত নেই। তার পরেও জাতীয় কর্মসমিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের জায়গা দেওয়ার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না পদ্ম শিবিরের বঙ্গ ব্রিগেডের একাংশ।

আরও পড়ুন- Rajib Banerjee: দলে আছেন না নেই? ধোঁয়াশার মধ্যেই BJP-র জাতীয় কর্মসমিতিতে ডাক রাজীবকে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.