এক মহিলার ফোন, উড়িয়ে দেওয়া হবে বিমান, আতঙ্ক কলকাতা বিমানবন্দরে
বিমানে রাখা আছে বোমা, উড়ানের সঙ্গেই হবে বিস্ফোরণ, এই হুমকি ফোনেই বোমাতঙ্ক ছড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে বিমানবন্দরের কতৃপক্ষ। তবে ফোনে মহিলার গলায় যিনি হুমকি দিয়েছেন তাঁর কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। কোথা থেকেই বা এল এই হুমকি ফোন, সেবিষয়েও এখনও পর্যন্ত সঠিক তথ্য পায়নি বিমানবন্দরের কতৃপক্ষ।
ওয়েব ডেস্ক: বিমানে রাখা আছে বোমা, উড়ানের সঙ্গেই হবে বিস্ফোরণ, এই হুমকি ফোনেই বোমাতঙ্ক ছড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে বিমানবন্দরের কতৃপক্ষ। তবে ফোনে মহিলার গলায় যিনি হুমকি দিয়েছেন তাঁর কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। কোথা থেকেই বা এল এই হুমকি ফোন, সেবিষয়েও এখনও পর্যন্ত সঠিক তথ্য পায়নি বিমানবন্দরের কতৃপক্ষ।
Kolkata airport authorities receives a call threatening to blow up Guwahati bound AI 729. Search op underway. More details awaited
— ANI (@ANI_news) September 20, 2016
উল্লেখ্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেও এমনই এক হুমকি ফোন এসেছিল লালবাজারে। কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হয়। এই নিয়ে একই মাসে দ্বিতীয়বার হুমকি! নিরাপত্তা বিষয়ে চিন্তায় কলকাতা বিমানবন্দর কতৃপক্ষ।