"আমি বাড়ি যেতে চাই", জ্ঞান ফিরতেই বাড়ি যেতে চান বুদ্ধবাবু

মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে গতকাল সাড়ে ১১টায় বের করে আনার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভালোভাবেই সাড়া দিয়েছেন তিনি।

Updated By: Dec 12, 2020, 01:12 PM IST
"আমি বাড়ি যেতে চাই", জ্ঞান ফিরতেই বাড়ি যেতে চান বুদ্ধবাবু

মৌমিতা চক্রবর্তী

"আমি বাড়ি যেতে চাই।" জ্ঞান ফেরার পর‌ই চিকিৎসক ও সবসময়ের সঙ্গীকে একথা-ই বললেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিন দিনের টানাপোড়েন কাটিয়ে এখন অনেকটাই সুস্থ বুদ্ধবাবু।

চিকিৎসকদের মতে, মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে গতকাল সাড়ে ১১টায় বের করে আনার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভালোভাবেই সাড়া দিয়েছেন তিনি। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি বিশদে পর্যবেক্ষণের পর আগামী সপ্তাহের মধ‍্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। হাসপাতাল সূত্রে খবর, সোম অথবা মঙ্গলবার ডিসচার্জ করা হতে পারে তাঁকে।

প্রসঙ্গত, এর আগেও বুদ্ধবাবুর শারীরিক সমস‍্যা হলে হাসপাতালে ভর্তি থাকার ব‍্যাপারে নিমরাজি ছিলেন তিনি। বাড়িতেই বাইপ্যাপ সিস্টেমে  রাখা হয় তাঁকে। হাসপাতালের তরফে, সিইও রুপালি বাসু জানিয়েছেন, "চিকিৎসকদের সঙ্গে উনি কথা বলছেন। রাইলস টিউব‌ও দ্রুত খুলে দেবার ব‍্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে।"

চোখের সমস্যার জন‍্য‌ও আজ‌ই চিকিৎসকরা দেখবেন তাঁকে। গতকাল থেকে দফায় দফায় চিকিৎসকদের নিজের সমস্যার কথা নিজেই বলছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন, '...পদ্মফুলে যত মত তত পথ', উদয়ন সাহার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

.