বেলেঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডের বাড়িটি  বৃহস্পতিবার ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটিতে সেই সময় ছিলেন বছর সত্তরের বৃদ্ধা প্রতিমা সাহা, তাঁর ছেলে রাজেশ সাহা এবং নাতি ঋষব সাহা।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Aug 27, 2020, 11:15 AM IST
বেলেঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ছবি-রণয় তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন:  বেলেঘাটায় প্রবল ঝড় বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেড়শো বছরেরও বেশি পুরনো বাড়ি।  মৃত এক।

৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডের বাড়িটি  বৃহস্পতিবার ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটিতে সেই সময় ছিলেন বছর সত্তরের বৃদ্ধা প্রতিমা সাহা, তাঁর ছেলে রাজেশ সাহা এবং নাতি ঋষব সাহা।

ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান বৃদ্ধা এবং তাঁর ছেলে রাজেশবাবু। তবে বরাত জোরে বেঁচে যায় বৃদ্ধার নাতি ঋষব। ঘটনার পরই ছুটে যান ডিএমজি গ্রুপের কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে রাজেশবাবু ও তাঁর বৃদ্ধা মাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। হাসপাতালে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বৃষ্টিভেজা সাপ্তাহিক লকডাউনে শুনশান শহর, বেপরোয়াদের ধরতে ময়দানে পুলিস  

পারিবারিক ঝামেলায় বাড়িটিতে মেরামতি করা হচ্ছিল না। পুরসভা থেকেও বাড়ি মেরামতি করার কথা বলা হয়েছিল বলে জানান এলাকার বিদায়ী কাউন্সিলর। পুরো বাড়িটিই এবার ভেঙে ফেলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

.