বাস ধর্মঘট নিয়ে অনড় বাস মালিকরা, ধর্মঘট হলেও বাড়বে না বাস ভাড়া, জানালেন মদন মিত্র
বৃহস্পতি ও শুক্রবারের প্রস্তাবিত বাস ধর্মঘট আরও জটিল হল। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও মিনিবাস সংগঠনের ডাকা ধর্মঘটে সামিল হচ্ছে বেঙ্গল বাস সিন্ডিকেটও। যদিও পরিবহণমন্ত্রী মদন মিত্র জানিয়ে দিয়েছেন, চাপের কাছে মাথা নোয়াবে না সরকার। যতই ধর্মঘট হোক এক পয়সাও ভাড়া বাড়বে না।
বৃহস্পতি ও শুক্রবারের প্রস্তাবিত বাস ধর্মঘট আরও জটিল হল। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও মিনিবাস সংগঠনের ডাকা ধর্মঘটে সামিল হচ্ছে বেঙ্গল বাস সিন্ডিকেটও। যদিও পরিবহণমন্ত্রী মদন মিত্র জানিয়ে দিয়েছেন, চাপের কাছে মাথা নোয়াবে না সরকার। যতই ধর্মঘট হোক এক পয়সাও ভাড়া বাড়বে না।
ভাড়াবৃদ্ধির দাবিতে চলতি মাসের ১৯ ও ২০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও মিনিবাস সংগঠনের ডাকা বৃহস্পতিবার ও শুক্রবারের বাস ধর্মঘটে সামিল হচ্ছে বেঙ্গল বাস সিন্ডিকেট। বেঙ্গল বাস সিন্ডিকেটের হাতে ৩ হাজার বেসরকারি বাস রয়েছে। অন্যদিকে, জয়েন্ট কাউন্সিলের হাতে রয়েছে ৩৭ হাজার বাস। মোট ৪০ হাজার বাসের পাশপাশি ৪ হাজার মিনিবাসও ধর্মঘটে যাওয়ায় ওই দুদিন যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছবে। বাসমালিকদের সংগঠনগুলি ধর্মঘট করলেও পরিবহণ মন্ত্রী মদন মিত্র জানিয়ে দিয়েছেন বাস ভাড়া বাড়াবে না সরকার। ধর্মঘট রুখতে মঙ্গলবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী।