রাজ্য থেকে বর্ষার বিদায়

রাজ্য থেকে বিদায় নিল বর্ষা।

Updated By: Oct 14, 2011, 06:16 PM IST

রাজ্য থেকে বিদায় নিল বর্ষা।
এর ফলে সর্বনিম্ন আর্দ্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই বছর তেরো জুন রাজ্যে ঢুকেছিল বর্ষা। তেরো অক্টোবরই রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। এবছর রাজ্যে বৃষ্টির পরিমাণ  ছিল স্বাভাবিক।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়ায়। সেখানে বৃষ্টির পরিমাণ  ছিল স্বাভাবিকের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেশি।
সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। বৃষ্টির পরিমাণ  ছিল স্বাভাবিকের তুলনায় এগারো শতাংশ কম।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই উত্তর ও মধ্য ভারত থেকে বিদায় নেয় বর্ষা। আর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাজ্য তথা পূর্ব ভারত থেকে বিদায় নিল বর্ষা।

.