SSC: সুপারিশ কমিটির সদস্যের সম্পত্তির পরিমাণ কত? জানতে চাইল হাইকোর্ট
শিক্ষক নিয়োগ মামলায় সম্পত্তি হিসেব দাখিলের নির্দেশ।
নিজস্ব প্রতিবেদন: সুপারিশ কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? SSC-র শিক্ষক নিয়োগ মামলা জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। ৩১ মার্চের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত।
২০১৯ সালে SLST মাধ্যমে নবম ও দশম শ্রেণিতে ইতিহাস শিক্ষক পদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন বা SSC। কীভাবে? ৫ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরি পান সফল পরীক্ষার্থীরা। এই সুপারিশ কমিটির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন ফের মামলাটির শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।
কেন হাইকোর্টে মামলা? অভিযোগ, প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক দু'বার রেকমেন্ডশন লেটার পাঠানো হয়েছে। তাও আবার SMS-র মাধ্যমে! এমনকী, সেই সুপারিশ অনুযায়ী চাকরিও করছিলেন তিনি। শেখ ইনসান আলি চাকরি বাতিল হয়ে গিয়েছে। এমনকী, মামলার শুনানিতে SSC-র ২ আধিকারিককে আলাদাভাবে কাঠগড়ায় তুলে, শপথবাক্য পাঠ করিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নজিরবিহীন।