Indian Railways: `এত সময় লাগছে কেন`? জমিদাতাদের চাকরি দেওয়ার সময় বেঁধে দিল হাইকোর্ট
আদালতে হাজিরা দিলেন জিএম।
নিজস্ব প্রতিবেদন: 'সাধারণ মানুষ চাকরি না পেয়ে কোর্টে এলে আপনার টনক নড়ে কেন'? হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে রেল (Indian Railways)। আদালত আবমাননার মামলায় হাজিরা দিতে হল খোদ দক্ষিণ-পূর্ব রেলের জিএম-কে। শুধু তাই নয়, ৩ মে-র মধ্যে জমিদাতাদের চাকরি দেওয়ারও নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
ঘটনাটি ঠিক কী? পূর্ব মেদিনীপুরে রেলের একটি প্রকল্পের জমি দিয়েছে ৩ পরিবার। শর্ত ছিল, পরিবারের একজনকে চাকরি দিতে হবে। চাকরি কিন্তু মেলেনি এখনও। সেন্ট্রাল ট্রাইবুন্যালের দ্বারস্থ হন পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা কৃষ্ণেন্দু গারু-সহ ৩ জন। মামলাকারীদের পক্ষেই রায় দেয় ট্রাইব্যুনাল।
তাহলে হাইকোর্টে কেন মামলা? রেলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন মামলাকারীরা। তাঁদের দাবি, সেন্ট্রাল ট্রাইব্য়ুনালের নির্দেশের পরেও চাকরি পাননি তাঁরা। এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আদালতে হাজিরা দেন দক্ষিণ পূর্ব রেলের জিএম অর্চনা জোশী। রেলের তরফে জানানো হয়, 'স্রেফ ৩ মামলাকারীই নন, চাকরির অপেক্ষায় রয়েছেন ৫৬০ জন। তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখে চাকরি দিতে ৫ মাস সময় লাগবে'। এরপরই হাইকোর্টে প্রশ্নের মুখে রেল।
আরও পড়ুন: Saltlake Bus Racing: ছিটকে একজন চাকার তলায়, আরেকজন রাস্তায়, সল্টলেকে বাসের রেষারেষিতে ভয়ঙ্কর ঘটনা!
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানতে চায়, 'রাজ্য পুলিসে কত নিয়োগ হয়, তার জন্য এত সময় লাগে না। আদালতে নিয়োগ হয়, এত সময় লাগে না। আপনাদের সময় লাগছে কেন'? ৩ মে-র মধ্যে চাকরি দেওয়াই শুধু নয়, নির্দেশ কার্যকর হল কিনা, সে বিষয়ে আদালতে রিপোর্ট নির্দেশ দেওয়া হয়েছে রেলকে।