Saltlake Bus Racing: ছিটকে একজন চাকার তলায়, আরেকজন রাস্তায়, সল্টলেকে বাসের রেষারেষিতে ভয়ঙ্কর ঘটনা!

Mar 11, 2022, 13:56 PM IST
1/6

বাসের দৌরাত্ম্য

Saltlake Bus Racing

নিজস্ব প্রতিবেদন : ধাক্কা মারতেই একজন ছিটকে চলে গেলেন বাসের তলায়! আরেকজন ছিটকে পড়লেন রাস্তায়! সল্টলেকে ফের বাসের দৌরাত্ম্য। 

2/6

গুরুতর জখম ২

Saltlake Bus Racing

দুই বাসের রেষারেষির জেরে ভয়ঙ্কর ঘটনা ঘটল সল্টলেকের CA আইল্যান্ডে। দুই বাসের রেষারেষির জেরে গুরুতর জখম হয়েছেন দুজন সাইকেল আরোহী। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুজনই। 

3/6

নিয়ন্ত্রণ হারায়

Saltlake Bus Racing

অভিযোগ, আজ সকালে ১০টা নাগাদ উল্টোডাঙা থেকে নিউটাউনগামী দুটি বাস CA আইল্যান্ডের দিকে আসার সময় রেষারেষি করতে শুরু করে। রেষারেষি করার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এস ৩০এ বাসটি।

4/6

ফিডার বক্সে ধাক্কা

Saltlake Bus Racing

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে ফুটপাথের ইলেকট্রিক ফিডার বক্সে ধাক্কা মারে বাসটি। সেই সময় ওই বাসের সামনে চলে আসেন দুই সাইকেল আরোহী। তাঁদেরকেও ধাক্কা মারে বাসটি।   

5/6

হাসপাতালে আহতরা

Saltlake Bus Racing

ধাক্কার চোটে একজন সাইকেল আরোহী বাসের তলায় চলে যান। অপরজন রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁদের দুজনকে বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।  

6/6

আটক এস ৩০এ

Saltlake Bus Racing

এই ঘটনায় এস ৩০এ বাসটির চালক ও খালাসি সহ বাসটিকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিস। অপর বাসটির খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।