সারদা মামলা: মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে চিঠি দিল সিবিআই

মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে চিঠি দিল সিবিআই। চিঠিতে সারদা সংক্রান্ত সমস্ত মামলার নথি দ্রুত হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। গতকালই নথি হস্তান্তরের বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

Updated By: May 21, 2014, 03:49 PM IST

মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে চিঠি দিল সিবিআই। চিঠিতে সারদা সংক্রান্ত সমস্ত মামলার নথি দ্রুত হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। গতকালই নথি হস্তান্তরের বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

৯ই মে সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট বলা হয় সারদা সংক্রান্ত যাবতীয় নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেবে রাজ্য সরকারের সিট। কিন্তু এখনও পর্যন্ত নথি হস্তান্তর প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। নথি হস্তান্তরের দেরিতে অসন্তুষ্ট সিবিআই।

মামলার নথিপত্র না পেলে সিবিআই নতুন করে মামলা শুরুই করতে পারছে না । শুরু হচ্ছে না পুরোদমে তদন্তও। আর সেই কারণেই তদন্ত নিয়ে উদ্বিগ্ন সিবিআই দ্রুত নথি হস্তান্তরের আবেদন জানিয়ে আজ চিঠি দেয় মুখ্যসচিবকে।

.