মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে চিকিত্সকদের সঙ্গে কথা বলবে সিবিআই
পরিবহণ মন্ত্রী মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে চিকিত্সকদের সঙ্গে কথা বলবে সিবিআই। সিবিআই সূত্রে খবর, কোনও অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনে নিজেরা মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে সারদাকাণ্ডে মন্ত্রী মদন মিত্রকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু অসুস্থতার কারণে সিবিআই দফতরে হাজিরা দিতে পারেননি মদন মিত্র।
![মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে চিকিত্সকদের সঙ্গে কথা বলবে সিবিআই মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে চিকিত্সকদের সঙ্গে কথা বলবে সিবিআই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/20/31460-mm300.jpg)
ওয়েব ডেস্ক: পরিবহণ মন্ত্রী মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে চিকিত্সকদের সঙ্গে কথা বলবে সিবিআই। সিবিআই সূত্রে খবর, কোনও অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনে নিজেরা মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে সারদাকাণ্ডে মন্ত্রী মদন মিত্রকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু অসুস্থতার কারণে সিবিআই দফতরে হাজিরা দিতে পারেননি মদন মিত্র।
এদিকে, সারদাকাণ্ডে আজ সকাল থেকে তল্লাসি অভিযান চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের বেশ কয়েকটি দল তল্লাসি চালাচ্ছে। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সারদা গার্ডেনে তল্লাসি চালান গোয়েন্দারা। গোয়েন্দারা যান বেহালার ডায়মন্ডহারবার রোডে সিবিআই অফিসেও। সল্টলেকে সুদীপ্ত সেনের অফিসেও তল্লাসি চালায় সিবিআই। বেশ কিছু নথি তাঁরা বাজেয়াপ্ত করেছেন বলে খবর। এছাড়াও বেহালার বেশ কয়েকটি জায়গায় তল্লাসি চালায় সিবিআই।