ছন্দার বাড়িতে মুখ্যমন্ত্রী, পর্বতকন্যাকে উদ্ধার করতে নেপাল যেতে চান মুখ্যমন্ত্রী LIVE

কাঞ্চনজঙ্ঘার নতুন শৃঙ্গ জয়ের পথে তুষারধসে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে এখনও নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েন। তাঁর সন্ধানে বৃহস্পতিবারই কাঠমাণ্ডু পৌছে গিয়েছে রাজ্য সরকারের তিন সদস্যের প্রতিনিধিদল। দলে রয়েছেন দুজন এভারেস্ট জয়ী পর্বতারোহী। তাঁদের মধ্যে একজন গড়িয়াহাট থানার ওসি উজ্জ্বল রায় এবং অন্যজন দেবাশীস নন্দী। তৃতীয়জন ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার একজন। দলেরই এক সদস্য জানিয়েছেন, গতকাল তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কথা হয় কাঠমাণ্ডুর মিংমা শেরপা সংস্থার সঙ্গেও।

Updated By: May 23, 2014, 07:40 PM IST

LIVE UPDATE:

সন্ধ্যা ৭টা- ছন্দার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছন্দার মায়ের সঙ্গে কথা বললেন।

বিকেল ৪টে: নেপাল যেতে চান মুখ্যমন্ত্রী। বিদেশমন্ত্রকের অনুমতি মিললে ছন্দা গায়েনের খোঁজে নিজে নেপাল যেতে চান মুখ্যমন্ত্রী। নেপালের কনসাল জেনারেলকে ডেকে পাঠিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে তার সঙ্গে বৈঠকে বসবেন।

১টা ৫৩: ছন্দা গায়েনের উদ্ধারকাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল তাঁর পরিবার। রাজ্যের পাঠানো ওই দলে তাঁদের কোনও আস্থা নেই। জানিয়েছেন ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন। মূলত উদ্ধারকারী দলের দুই সদস্য উজ্জ্বল রায় এবং দেবাশিস নন্দীকে নিয়ে আপত্তি গায়েন পরিবারের। এই উদ্ধার অভিযান নিয়ে কোনওরকম তথ্য তাঁদের জানানো হচ্ছে না বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, কোনও খারাপ খবর থাকলেও অন্তত সেটুকু যেন তাঁদের জানিয়ে দেয় সরকার। এই উত্‍কন্ঠা তাঁরা আর সহ্য করতে পারছেন না বলেও জানিয়েছেন ছন্দা গায়েনের দাদা। এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় ছন্দার পরিবার। একথা জানতে পেরে ছন্দার মা জয়া গায়েনকে আজ ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১টা ০৬: রাজ্য সরকারের পাঠানো উদ্ধারকারীদের বিষয়ে অভিযোগ ছন্দার মায়ের। অভিযাত্রী দল পরিবর্তনের অভিযোগ।

১টা ০৫: উদ্ধারকার্য নিয়ে পরিবারের মধ্যে উদ্দেশ্য।

বেলা ১টা: ছন্দা গায়েনের মাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা ও দাদার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।

সকাল ১০টা: অর্থের অভাবে শেরপা অভিযাত্রীদের দল আজ উদ্ধারকাজ করতে পারছে না। ব্যহত হচ্ছে উদ্ধারকার্য।

কাঞ্চনজঙ্ঘার নতুন শৃঙ্গ জয়ের পথে তুষারধসে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে এখনও নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েন। তাঁর সন্ধানে বৃহস্পতিবারই কাঠমাণ্ডু পৌছে গিয়েছে রাজ্য সরকারের তিন সদস্যের প্রতিনিধিদল। দলে রয়েছেন দুজন এভারেস্ট জয়ী পর্বতারোহী। তাঁদের মধ্যে একজন গড়িয়াহাট থানার ওসি উজ্জ্বল রায় এবং অন্যজন দেবাশীস নন্দী। তৃতীয়জন ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার একজন। দলেরই এক সদস্য জানিয়েছেন, গতকাল তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কথা হয় কাঠমাণ্ডুর মিংমা শেরপা সংস্থার সঙ্গেও।

সব শেষে নেপালের পর্যটন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। গতকাল এবং পরশু ছন্দা গায়েনের খোঁজে চপার নিয়ে তল্লাসি অভিযান চললেও খারাপ আবহাওয়ার কারণে তা বেশিক্ষণ চালানো যায়নি। বেস ক্যাম্পের পরে আর এগোয়নি চপার। ওই সদস্যের দাবি, আজ আবহাওয়ার উন্নতি হলে ফের চপার নিয়ে শুরু হবে তল্লাসি। তাঁদের আশা, বেস ক্যাম্প থেকে আজ আরও উপরে উঠতে পারবেন তাঁরা।

.