প্রয়াত চন্দ্রা দস্তিদার
চলে গেলেন বাংলা নাট্যজগতের অন্যতম কিংবদন্তী চন্দ্রা দস্তিদার। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া প্লেসে নিজের বাড়িতে শুক্রবার সন্ধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
চলে গেলেন বাংলা নাট্যজগতের অন্যতম কিংবদন্তী চন্দ্রা দস্তিদার। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া প্লেসে নিজের বাড়িতে শুক্রবার সন্ধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রায় দেড় বছর ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন চন্দ্রাদেবী। শুক্রবার সন্ধে সাতটা কুড়ি মিনিটে প্রয়াত হন বাংলা থিয়েটারের এই প্রবীণ অভিনেত্রী। ১৯৩৫ সালে বেনারসে জন্ম চন্দ্রাদেবীর। ১৯৫৮ সালে কলকাতায় এসে যোগ দিয়েছিলেন জোছন দস্তিদারের বৈশাখি নাট্যদলে। এরপর ১৯৭৬ সালে জন্ম হয় চার্বাক নাট্যগোষ্ঠীর। বাংলা নাটকের সংজ্ঞা পাল্টে দেয় ঠ্যাঙারে, উত্তর পুরুষ, আলোয় ফেরা, সতী, প্রত্যাশা, মুখোমুখির মতো একের পর এক উপস্থাপনা। সবকিছুর সঙ্গেই ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিলেন জোছন-জায়া চন্দ্রা।
শুক্রবার রাত সাড়ে এগারোটায় মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য।