গার্ডেনরিচকাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি

গার্ডেনরিচকাণ্ডে পুলিসকর্মী খুনের মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডির গোয়েন্দারা। পুলিসকর্মী তাপস চৌধুরীর হত্যার ঘটনায় ১৫ নম্বর বরোর চ্যায়রম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে মূল অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে চার্জশিটে।

Updated By: May 3, 2013, 02:02 PM IST

গার্ডেনরিচকাণ্ডে পুলিসকর্মী খুনের মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডির গোয়েন্দারা। পুলিসকর্মী তাপস চৌধুরীর হত্যার ঘটনায় ১৫ নম্বর বরোর চ্যায়রম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে মূল অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে চার্জশিটে।

গত ১২ ফেব্রুয়ারি দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিসকর্মীর। সে দিন গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গার্ডেনরিচ।

.