টোপ ছিল বিমানবন্দরে চাকরি, লেকটাউনে গ্রেফতার ২ প্রতারক

দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে লেকটাউনের দক্ষিণ দাঁড়ি থেকে গতকাল ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। তারা একটি বেসরকারি চাকরি প্রদানকারি সংস্থার কর্মী। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা ও আশেপাশের অঞ্চলের বেকার ছেলেমেয়েদের দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে যথাক্রমে পাঁচ, দশ, কিম্বা পনেরো হাজার টাকা করে নিয়েছিল।

Updated By: Oct 23, 2013, 08:38 AM IST

দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে লেকটাউনের দক্ষিণ দাঁড়ি থেকে গতকাল ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। তারা একটি বেসরকারি চাকরি প্রদানকারি সংস্থার কর্মী। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা ও আশেপাশের অঞ্চলের বেকার ছেলেমেয়েদের দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে যথাক্রমে পাঁচ, দশ, কিম্বা পনেরো হাজার টাকা করে নিয়েছিল।
তারজন্য প্রত্যেককে একটি করে আইডি কার্ডও তৈরি করে দিয়েছিল। কিন্তু পরে জানা যায় ওই আইডি কার্ডগুলি সব জাল। এরপরই লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস দু`জনকে গ্রেফতার করলেও তিনজন এখনও পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিস। ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

.