শহরে থাবা বসালো আরও এক চিটফান্ড, আত্মঘাতী ১ এজেন্ট
সারদার আমানতকারীদের সবেমাত্র গত পরশু থেকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এর মাঝেই খবরে চলে এল আরও একটি চিটফান্ড। আইকোর সংস্থার আত্মঘাতী এক এজেন্টের দেহ নিয়ে ভবানীপুরে সংস্থার মলে গিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারী, এজেন্টরা। আইকোর সংস্থার এজেন্ট প্রশান্ত দাস, আজ সকালে বেলঘড়িয়ায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন। আমানতকারীদের কাছে ৭০ লক্ষ টাকার দেনা ছিল প্রশান্তবাবুর। তাঁর পরিবারের দাবি, দেনা শোধ করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি।
সারদার আমানতকারীদের সবেমাত্র গত পরশু থেকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এর মাঝেই খবরে চলে এল আরও একটি চিটফান্ড। আইকোর সংস্থার আত্মঘাতী এক এজেন্টের দেহ নিয়ে ভবানীপুরে সংস্থার মলে গিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারী, এজেন্টরা। আইকোর সংস্থার এজেন্ট প্রশান্ত দাস, আজ সকালে বেলঘড়িয়ায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন। আমানতকারীদের কাছে ৭০ লক্ষ টাকার দেনা ছিল প্রশান্তবাবুর। তাঁর পরিবারের দাবি, দেনা শোধ করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি।
এরপর আরজিকর হাসপাতাল থেকে দেহ নিয়ে প্রশান্ত বাবুর পরিবার, এজেন্ট এবং আমানতকারীরা সংস্থার ভবানীপুরের মলে যান। শপিং মলের ভিতরে দেহ রেখে শুরু হয় বিক্ষোভ। ছুটির দিনে ভিড়ে ঠাসা মলে এই বিক্ষোভে হতচকিত হয়ে পড়েন সবাই। ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিস। পুলিস প্রথমে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কাজ না হওয়ায় দেহ বাইরে বের করে পুলিস মলটি সিল করে দেয়। বিক্ষোভকারীদের দাবি, সারদার আমানতকারীরা টাকা পেলে তাদের কেন টাকা ফেরত দেওয়া হবে না।