চিতপুরের ঘটনায় নিন্দা সব মহলে

Updated By: Jul 26, 2014, 04:05 PM IST

কলকাতা:

বর্বরতার চরম নিদর্শন খাস কলকাতায়।  লাগাতার গণধর্ষণ, খুনের হুমকি।  চিতপুর রেল ইয়ার্ডের মধ্যেই মহিলা রেল কর্মীর  ওপর নির্যাতন।  অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধেই। ২৪ ঘণ্টায় সুবিচারের দাবিতে মুখ খুললেন নির্যাতিতা।

 

কড়া প্রতিক্রিয়া সব মহলে:

শশী পাঁজা: ২৪ ঘণ্টার খবরে সক্রিয় হল প্রশাসন। চিতপুর রেল ইয়ার্ডে গণধর্ষিতা মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহিলার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার কথাও জানিয়েছেন তিনি।

সুজন চক্রবর্তী: চিত্পুরে মহিলার ধর্ষণকারীরা শুধু নয়, সেইসব পুলিসকর্মীরও শাস্তি হওয়া উচিত যাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

সুনন্দ মুখোপাধ্যায়: চিত্পুরে মহিলা রেলকর্মী শুধু গণধর্ষিতাই হননি, তাঁর নাগরিক ও সাংবিধানিক অধিকারও লঙ্ঘিত হয়েছে। এর দায় বর্তায় রেল কর্তৃপক্ষের ওপরেই। বললেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দ মুখোপাধ্যায়।  

শাশ্বতী ঘোষ:  রেলকর্মী গণধর্ষণকাণ্ডে পুলিসের ভূমিকার কড়া ভাষায় নিন্দা করেছেন নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ। শুধু গণধর্ষণকারীরাই নয়, পুলিসকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। দাবি তুলেছেন কঠোর শাস্তির।

সমীর আইচ:  সমাজে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অন্ধকার গ্রাস করছে এই সমাজকে। রেলকর্মী গণধর্ষণকাণ্ডে এই প্রতিক্রিয়া চিত্রশিল্পী সমীর আইচের।

মীরাতুন নাহার: রেলকর্মী গণধর্ষণকাণ্ড বর্বরতার চরম নিদর্শন। একে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সমাজকর্মী মীরাতুন নাহার। পুলিস-প্রশাসনের ভূমিকারও সমালোচনা করে তিনি বলেন, মেয়েরাও যে মানুষ একথা ভুলে যাচ্ছে পুলিস।   

রত্নাবলী রায়: রেলকর্মী গণধর্ষণকাণ্ডে পুলিসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সমাজকর্মী রত্নাবলী রায়। তিনি বলেন, পুলিস সক্রিয় ছিল না বলেই এতদিন ধরে এমন নৃশংস, বর্বরোচিত অত্যাচারের শিকার হতে হয়েছে ওই মহিলাকে।  

 

.