দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার CID-র

দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করল CID। তবে প্লেনের টিকিটের সমস্যার জন্য আজই কলকাতায় আনা যাচ্ছে না জেসপ কর্তাকে। জেসপে অগ্নিকাণ্ড ও চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জেসপকে AC আর EMU কোচ তৈরির বরাত দেয় রেল। ২০০৯ থেকে '১২-র মধ্য কোচ তৈরির জন্য জেসপকে পঞ্চাশ কোটির কাঁচামাল দেওয়া হয়। যা চুরি হয়ে যায়। এই নিয়ে অভিযোগ দায়ের করে রেল।

Updated By: Dec 10, 2016, 04:02 PM IST
দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার CID-র

ওয়েব ডেস্ক : দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করল CID। তবে প্লেনের টিকিটের সমস্যার জন্য আজই কলকাতায় আনা যাচ্ছে না জেসপ কর্তাকে। জেসপে অগ্নিকাণ্ড ও চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জেসপকে AC আর EMU কোচ তৈরির বরাত দেয় রেল। ২০০৯ থেকে '১২-র মধ্য কোচ তৈরির জন্য জেসপকে পঞ্চাশ কোটির কাঁচামাল দেওয়া হয়। যা চুরি হয়ে যায়। এই নিয়ে অভিযোগ দায়ের করে রেল।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটকাণ্ডে সাসপেন্ড হওয়া পাইলটদের পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া!

স্ত্রীকে কটূক্তি; প্রতিবাদ করায় পুলিস সার্জেন্টকে বেধড়ক মার

.