গোরুপাচার কাণ্ডে এনামুল হক এবার সিআইডি স্ক্যানারে

এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করতে চলেছে সিআইডি। যাতে তিহার জেলে গিয়ে তারা এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পারেন। 

Updated By: Sep 23, 2022, 12:48 PM IST
গোরুপাচার কাণ্ডে এনামুল হক এবার সিআইডি স্ক্যানারে

পিয়ালি মিত্র: এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। গোরুপাচার মামলায় এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। এনামুল হক এই মুহূর্তে বিহারের তিহার জেলে বন্দি। ওদিকে এনামুল হকের তিন ভাগ্নের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। একাধিকবার নোটিস দিলেও তাঁরা হাজিরা দেননি।

গোরুরাচার মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে এনামুল হককে গ্রেফতার করে সিবিআই। সেখানে মূল চক্রী হিসেবে নাম রয়েছে তাঁর। ওদিকে সিআইডি গোরুপাচার কাণ্ডের যে তদন্ত  করছে, তাতেও মূল চক্রী হিসেবে নাম উঠে এসেছে এনামুল হকের। এনামুল হকের পরিচিত এক ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। এবার এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করতে চলেছে সিআইডি। যাতে তিহার জেলে গিয়ে তারা এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পারেন। 

আরও পড়ুন, Bolpur Child Murder: শিশু খুনে সিবিআই তদন্তের দাবি বিজেপির; বোলপুরে বিক্ষোভের মুখে সুকান্ত

প্রসঙ্গত, গোরুপাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। কেষ্ট কন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রত ও কেষ্ট-কন্যার একাধিক সম্পত্তি সিবিআইয়ের স্ক্যানারে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.