শীতের কলকাতায়, উৎসবের মরসুমে, পার্ক সার্কাসে ফিরে এল সার্কাস
পার্ক ছিল। কিন্তু সার্কাস ছিল না। দুবছর বন্ধ থাকার পর সার্কাস ফিরল পার্ক সার্কাসে। তাও আবার শীতকালে। উত্সবের ভরা মরশুমে। সার্কাসের এই প্রত্যাবর্তনে ছোট বড়, সবাই খুশি।
পার্ক ছিল। কিন্তু সার্কাস ছিল না। দুবছর বন্ধ থাকার পর সার্কাস ফিরল পার্ক সার্কাসে। তাও আবার শীতকালে। উত্সবের ভরা মরশুমে। সার্কাসের এই প্রত্যাবর্তনে ছোট বড়, সবাই খুশি।
শীতের কলকাতার সঙ্গে সার্কাসের সম্পর্ক অনেক পুরনো। পরিযায়ী পাখির মতোই প্রতিবছর শীতে সার্কাসের আসর বসত পার্ক সার্কাসে। সেখানে খেলা দেখাতেন দেশ বিদেশের কলাকুশলীরা। কিন্তু গত দুবছর আগে তা বন্ধ হয়ে যায়। বিভিন্ন কারণে পার্ক সার্কাসে সার্কাসের অনুমতি দেয়নি কলকাতা কর্পোরেশন। কিন্তু এবার সেই ছাড়পত্র মিলেছে।
বাঘ সিংহ নিয়ে খেলা দেখানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে অনেক দিন। তাই বেড়েছে জিমন্যাস্টিকের মতো শারীরিক কসরতের খেলা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আছেই। একাধিক শিল্পী এসেছেন বিদেশ থেকেও।