উৎসব-পর্ব শেষ হলেই পুরভোট, ইঙ্গিত Mamata-র; মুখ্যমন্ত্রী ভোট ঘোষণা করছেন? প্রশ্ন BJP-র

এটা কি আসল গণতন্ত্রের চেহারা? প্রশ্ন বিজেপির (BJP)।  

Updated By: Oct 2, 2021, 09:25 PM IST
উৎসব-পর্ব শেষ হলেই পুরভোট, ইঙ্গিত Mamata-র; মুখ্যমন্ত্রী ভোট ঘোষণা করছেন? প্রশ্ন BJP-র

নিজস্ব প্রতিবেদন: বিধানসভার উপনির্বাচন মেটার পর পুরসভাগুলির ভোটগ্রহণ হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার নবান্নে তিনি বলেন,''উপনির্বাচন হয়ে গেলে অন্যান্য নির্বাচন করব।''      

রাজ্যে শতাধিক পুরসভায় বকেয়া নির্বাচন। পুরনির্বাচন নিয়ে টালবাহানা চলছিল। এরপর ২০২০ সালে ভোটগ্রহণের কথা থাকলেও করোনা অতিমারির কারণে স্থগিত করা হয়। ২০২১ সালে বিধানসভার নির্বাচন এসে পড়ে। ফলে পুরভোট আর করানো যায়নি। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ও সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হয়েছে। ফলপ্রকাশ আগামিকাল, রবিবার। এরপর ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে উপভোট। ফল ঘোষণা হবে ২ নভেম্বর। দুর্গাপুজো মিটে গেলেও নভেম্বর কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো, জগদ্ধাত্রী ও কার্তিক পুজো রয়েছে। ফলে পুরভোট হতে হতে শীতকাল এসে যাবে বলে মনে করছেন অনেকে। এ দিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় মিলল সেই ইঙ্গিত।

মুখ্যমন্ত্রী কীভাবে ভোটের ঘোষণা করতে পারেন সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন,''বিগত তিন বছর ধরে ১২২টি পুরসভার নির্বাচন হচ্ছে না। সেটা কবে হবে তা ঠিক করছেন মাননীয়া। রাজ্য নির্বাচন কমিশনের কোনও বক্তব্য নেই। তারা ঠুঁটো জগন্নাথ। এটা কি আসল গণতন্ত্রের চেহারা?''

আরও পড়ুন- জল ছাড়ার কথা আগাম জানতেন রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার, জেলাশাসকরা, জানাল DVC

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.