আজও কাটল না একাদশের পাঠ্যপুস্তক জট
একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপা এবং বিক্রি নিয়ে আজও অচলাবস্থা কাটল না। রাজ্যের দেওয়া সমাধান সূত্র মানতে রাজী হয়নি প্রকাশনা সংস্থা। ফলে বহাল রইল হাইকোর্টের স্থগিতাদেশ। সমাধান সূত্র খুঁজতে আদালতের কাছে আরও একদিন সময় চেয়েছেন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়।
একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপা এবং বিক্রি নিয়ে আজও অচলাবস্থা কাটল না। রাজ্যের দেওয়া সমাধান সূত্র মানতে রাজী হয়নি প্রকাশনা সংস্থা। ফলে বহাল রইল হাইকোর্টের স্থগিতাদেশ। সমাধান সূত্র খুঁজতে আদালতের কাছে আরও একদিন সময় চেয়েছেন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়।
হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। গত শুক্রবার রফাসূত্রের খোঁজে অ্যাডভোকেট জেনারেলের ডাকা বৈঠকে সব পক্ষ নিজেদের বক্তব্য রাখে কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। আজ সবপক্ষের মতামতের সঙ্গে নিজের মতামত জানিয়ে বিচারপতির কাছে রিপোর্ট জমা দেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু মেলেনি কোনও সমাধান সূত্র। ফলে পাঠ্যবই নিয়ে একাদশ শ্রেনির পড়ুয়াদের সমস্যা রয়েই যাচ্ছে।