রাজ্যের আইনজীবীদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের আইনজীবীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বিতীয় অ্যানেক্স বিল্ডিংয়ের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সদ্য পাস করা আইনজীবীদের মাসে ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার।

Updated By: Apr 2, 2012, 08:40 PM IST

রাজ্যের আইনজীবীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বিতীয় অ্যানেক্স বিল্ডিংয়ের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সদ্য পাস করা আইনজীবীদের মাসে ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। আইনজীবীদের পরিবার পিছু দুলাখ টাকা জীবনবিমা করে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। রাজ্যে ল`ইয়ার অ্যাকাডেমি, আইনজীবীদের গৃহ ও স্বাস্থ্যবিমা, লোক আদালত স্থাপন ও জেলায় জেলায় মডেল আদালত তৈরির সিদ্ধান্তও ঘোষণা করা এদিন হয়েছে।
দেড়শো বছরে পা দিয়েছে কলকাতা, বম্বে ও মাদ্রাজ হাইকোর্ট। ৩ টি হাইকোর্টের সার্ধশতবর্ষের উত্সব একসঙ্গে পালন করার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

.