“হটসিট-এ মুখ্যমন্ত্রী”, আরও একবার আজ সন্ধ্যা ৭টায়

ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই মুখোমুখি মুখ্যমন্ত্রী। এক্সক্লুসিভ মমতা। আজ সন্ধ্যা ৭টায় ফের একবার, “হটসিট-এ মুখ্যমন্ত্রী”।

Updated By: Mar 6, 2016, 11:03 AM IST
“হটসিট-এ মুখ্যমন্ত্রী”, আরও একবার আজ সন্ধ্যা ৭টায়

কলকাতা : ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই মুখোমুখি মুখ্যমন্ত্রী। এক্সক্লুসিভ মমতা। আজ সন্ধ্যা ৭টায় ফের একবার, “হটসিট-এ মুখ্যমন্ত্রী”।

শুক্রবার ৪ মার্চ জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাত্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন যাঁরা মিস করে গেছেন। তাঁদের জন্য আজ আরও একবার “হটসিট-এ মুখ্যমন্ত্রী”।

সিঙ্গুর-টাটা ইস্যুতে ফের কী বললেন মমতা? SEZ নিয়েই বা তাঁর মতামত কী? রাজ্য থেকে তৃণমূল সরকারকে হঠাতে শুরু হয়েছে বিরোধীদের জোট প্রক্রিয়া। জোটে কী ভয় পাচ্ছে শাসকদল? ৪ মার্চ-ই প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা। সেখানে যেমন রয়েছে নতুন চমক, তেমই বাদও পড়েছেন বেশ কয়েকজন। প্রার্থী বাছাই নিয়ে কী বললেন মমতা? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, সারদায় CBI নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর? সব উত্তরই পেয়ে যাবেন “হটসিট-এ মুখ্যমন্ত্রী”-তে। দেখুন “হটসিট-এ মুখ্যমন্ত্রী” আজ সন্ধ্যা ৭টায় ফের একবার।

.