অয়ন ঘোষাল: পঞ্চায়েত ভোট রক্তাক্ত বাংলা! ভোট-সন্ত্রাসে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'যাঁরা মারা গিয়েছেন, কিছু রাজনৈতিক দলের, সকলের কথা বলছি, তাঁদের সকলের জন্য আমি দুঃখী। পরিবারকে সমবেদনা জানাই'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB Panchayat Election 2023: পাহাড়ে তল পেল না বিজেপি, উন্নয়নে পক্ষে থেকেই অনিতের উত্থান


ভোট গণনা চলছে তখনও। গতকাল, মঙ্গলবার রাতে রণক্ষেত্রে চেহারা নেয় ভাঙড়। পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF সমর্থকরা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়! গুলিবিদ্ধ হন খোদ অতিরিক্ত পুলিস সুপার মাখসুদ হাসান ও তাঁর দেহরক্ষী।


মুখ্যমন্ত্রী বলেন, 'ভাঙরে গণ্ডগোল হল কী করে কাল রাতে? কেন্দ্রীয় বাহিনী ছিল।  যখন অ্যাডিশনাল এসপিকে গুলি করা হয়, জিতে গিয়েছিল তৃণমূল। গুন্ডা আগে থেকে জড়ো করে রেখে দিয়েছিল। বোমা জোগাড় করে রেখেছিল স্কুলের মধ্যে'।



ত্রিপুরার প্রসঙ্গে টেনে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আপনারা ত্রিপুরায় যান, ৯৩ শতাংশ সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। ত্রিপুরায় যতবার আমাদের টিম গিয়েছে,সবার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক গাড়ি ভেঙে ফেলা হয়েছে'। সঙ্গে বার্তা, 'আমি মানুষের ক্ষমা চেয়ে নিচ্ছি।  বাংলার বদনাম যাঁরা করেছেন, মনে রাখবেন, বাংলার সম্মান ছিনিবিনি খেলেছে ব্যবসার স্বার্থে। তাঁদের আপনার চিনে রাখুন। ক্ষমা সবসময় হয় না। মৃত্যুর পর ডাক্তার এলে চিকিৎসাটা করবে কোথায়'!


আরও পড়ুন: WB Panchayat Election 2023 Results: আদালতেই থমকাবে সবুজ ঝড়! বাতিলের পথে পঞ্চায়েত ভোট?


এদিকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের পর, ভোট-অশান্তিতে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় নবান্ন। বিবৃতিতে উল্লেখ, 'এই পঞ্চায়েত নির্বাচনের জয় আপনাদের জয়, গণতন্ত্রের জয়। বিরোধীদের সকল কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা অপবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে জবাব দিয়েছেন আপনারা। আমি সর্বদা দরিদ্র, পিছিয়ে পড়া, অপাঙক্তেয় শ্রেণির প্রতিনিধিত্ব করে এসেছি, করে এসেছি শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব এবং দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তাই করে যাব। সকল বিভেদকামী, সাম্প্রদায়িক, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি ছিল, আছে এবং থাকবে'। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)