Mamata Banerjee, CV Ananda Bose: রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক, উঠল ডিএ-র প্রসঙ্গ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে তখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে কড়া বার্তাও দিয়েছিলেন রাজ্যপাল। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
সুতপা সেন: বকেয়া ডিএ নিয়ে এবার মুখ্য়মন্ত্রীর কাছে জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে তখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যভবনে গিয়ে নালিশ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নিশীথকাণ্ডে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে কড়া বার্তাও দিয়েছিলেন রাজ্যপাল। তাহলে কি সমীকরণ বদলাচ্ছে? নবান্ন-রাজভবন দূরত্ব বাড়ছে? সেই জল্পনায় জল ঢেলেছেন শিক্ষামন্ত্রী।
এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী। কী আলোচনা হল? সেবিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। বিধানসভার সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দোলের পর রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজভবনে গিয়েছিলেন। তবে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কথা হয়েছে বলে সূত্রে খবর।
আরও পড়ুন: DA Strike: অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ড ব্রেক! ডিএ ধর্মঘটে কড়া রাজ্য
এর আগে, রাজভবনে দু'দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা কাটে। কীভাবে? ইস্তফা দেওয়ার পর, ৭ উপাচার্যের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দিলেন রাজ্যপাল। সঙ্গে সিদ্ধান্ত, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেছিলেন, 'রাজ্যপাল কোনও দলের নন। যদি কোনও ইতিহাস থাকে, সেটা এখন অতীত। রাজভবন নবান্ন একসঙ্গে কাজ করবে'।