নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গাড়ির ক্ষতি হলেও অক্ষত বাবুন। বাইপাসে হায়াত হোটেলের কাছে আজ সন্ধেয় ওই দুর্ঘটনা ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মোদীজির পাশে থেকে হাত ধরে দেশের জন্য কিছু করতে চাই: Srabanti


পুলিস সূত্রে খবর, আজ সন্ধে আটটা নাগাদ হায়াত হোটেলের(Hotel Hayatt)কাছে একটি সিগন্যাল দাঁড়িয়ে ছিল বাবুন বন্দ্য়োপাধ্যায়ের গাড়িটি। সেসময় উল্টোডাঙ্গার(Ultaganga) দিক থেকে একটি সবজি বোঝাই মিনি ট্রাক এসে বাবুনের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়।



ওই ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটিকে চিংড়িঘাটার কাছে আটক করে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। আটক করা হয় চালক ও গাড়িটিকে। পুলিসে সূত্রে জানা গিয়েছে, ট্রাকটির চালকের দাবি ব্রেক কষার পরও গাড়িটি থামেনি। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 


আরও পড়ুন-মমতার পর Abhishek-এর সঙ্গেও বৈঠক Tejashwi-র


এনিয়ে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নির্মল দত্ত।