স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের একবার বন্ধ রাখা হবে উল্টোডাঙা উড়ালপুল

 বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে....

Updated By: Nov 28, 2019, 08:48 PM IST
স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের একবার বন্ধ রাখা হবে উল্টোডাঙা উড়ালপুল

নিজস্ব প্রতিবেদন: ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে উল্টোডাঙা ফ্লাইওভার। বৃহস্পতিবার কেএমডি-এর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উড়ালপুলের দুদিকেই যান চলাচল বন্ধ রাখা হবে। এ প্রসঙ্গে বিকল্প রুটের কথাও জানানো হয়েছে।

বিকল্প রুটগুলি দেখে নিন: ভিআইপি রোড থেকে ইএম বাইপাসে ওঠার জন্য গাড়িগুলিকে উল্টোডাঙার হাডকো মোড় হয়ে সিআইটি রোড দিয়ে যেতে হবে। ভিআইপি রোডে ওঠার জন্য একইরকম ভাবে ইএম বাইপাস থেকে সিআইটি রোড হয়ে হাডকো মোড় এবং তারপর দুর্গাপুর ব্রিজ হয়ে যেতে হবে।

আরও পড়ুন: রেলের কড়া চিঠিতে হুঁশ ফিরল রাজ্যের, পাঠানো হল মাঝেরহাট ব্রিজের নকশা

নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই ছুটির দিন বাছা হয়েছে বলে জানানো হয়েছে কেএমডিএ ও কলকাতা পুলিসের তরফে। এবছরই জুলাই মাস নাগাদ মেরামতির জন্য ৩দিন বন্ধ ছিল উল্টোডাঙা উড়ালপুল। তারপরও বেশ কয়েকবার মেরামতির কারণে বন্ধ রাখা হয় উড়ালপুল। এবার ফের একবার স্বাস্থ্য় পরীক্ষার জন্য বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল।

.