ক্যামেরনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বিনিয়োগের আগ্রহ ব্রিটেনের

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়। শিক্ষা, সংস্কৃতি ও কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ব্রিটেন।

Updated By: Nov 14, 2013, 11:22 PM IST

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়। শিক্ষা, সংস্কৃতি ও কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ব্রিটেন।
জোকা আইআইএমে অনুষ্ঠানের পর কাঁটায় কাঁটায় ছটা পঞ্চাশ মিনিটে হো চি মিন সরণীতে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের অফিসে এসে পৌঁছন সেদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। মুখ্যমন্ত্রী এবং ক্যামেরন উভয়েই হাতজোড় করে নমস্কার জানান। মুখ্যমন্ত্রীর নিজের আঁকা ছবি, তসর সিল্কের উপর কাজ করা পাজামা-পাঞ্জাবী, ডোকরার কাজ করা উপহার সামগ্রী এবং কলকাতার একটি নামী দোকানের  মিষ্টি দেন ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। এরপর বৈঠকে বসেন দুজনে। 
তিরিশ মিনিট কথা হয়। তবে কী  আলোচনা হয়েছে সেব্যাপারে মুখ খুলতে চাননি কেউই। সাংবাদিকদের মুখোমুখিও হননি তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর বেশকয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন ক্যামেরন। রাজ্য সরকারের আশা আগামীদিনে রাজ্যে বেশকিছু ক্ষেত্রে ব্রিটিশ বিনিয়োগ আসতে পারে। এদিন মুখ্যমন্ত্রীকে  ব্রিটেনে আমন্ত্রণও জানিয়েছেন ডেভিড ক্যামেরন।

.