কলেজ সার্ভিসের পরীক্ষায় ইংরেজিতে পাশ করতে পারলেন না ১ শতাংশ পরীক্ষার্থীও
কলেজে যাঁরা ইংরেজি পড়াতে চাইছেন, সেই ইংরেজিতে তাঁরা ডাহা ফেল। এই রেজাল্ট কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায়। এক শতাংশ পরীক্ষার্থীও ইংরেজিতে পাশ করতে পারলেন না। অথচ এই পরীক্ষাতে পাশ করেই কলেজে অধ্যাপনা করার যোগ্যতা অর্জন করা যায়।
কলকাতা: কলেজে যাঁরা ইংরেজি পড়াতে চাইছেন, সেই ইংরেজিতে তাঁরা ডাহা ফেল। এই রেজাল্ট কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায়। এক শতাংশ পরীক্ষার্থীও ইংরেজিতে পাশ করতে পারলেন না। অথচ এই পরীক্ষাতে পাশ করেই কলেজে অধ্যাপনা করার যোগ্যতা অর্জন করা যায়।
আজই প্রকাশিত হল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার ফল । মোট পাশের হার গতবারের থেকে প্রায় চার শতাংশ বেড়েছে। কিন্তু ইংরেজির হাল খুব খারাপ।
মোট ১৯৩০জনের মধ্যে ইংরেজিতে এবছর পাশ করেছে মাত্র ১১জন, যা এক শতাংশও নয়। এতদিন বিজ্ঞান শাখায় খারাপ ফল হত, কিন্তু ইংরেজির মত একটি সাহিত্যের বিষয়ে এই খারাপ ফল প্রশ্ন তুলছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানোর মান নিয়েই।