বছরভর তোপ দাগলেও ভোটের মুখে সুর মেলাল কংগ্রেস-তৃণমূল

রাজনৈতিক বিচ্ছেদের পরেই পরস্পরের বিরুদ্ধে সরব কংগ্রেস ও তৃণমূল। সেই শত্রুতার প্রভাব পড়েছে কেন্দ্র-রাজ্য সম্পর্কেও। গত এক বছর ধরে নিয়ম করে একে অপরকে আক্রমণ করেছে দুপক্ষ। কিন্তু ভোটের বাজনা বাজতেই, দুই প্রতিপক্ষের একসুর।

Updated By: Mar 1, 2014, 11:44 PM IST

রাজনৈতিক বিচ্ছেদের পরেই পরস্পরের বিরুদ্ধে সরব কংগ্রেস ও তৃণমূল। সেই শত্রুতার প্রভাব পড়েছে কেন্দ্র-রাজ্য সম্পর্কেও। গত এক বছর ধরে নিয়ম করে একে অপরকে আক্রমণ করেছে দুপক্ষ। কিন্তু ভোটের বাজনা বাজতেই, দুই প্রতিপক্ষের একসুর।

ভোটের আগে কল্পতরু দুই সরকারই। জোট ভাঙার পর থেকেই, কেন্দ্রের ইউপিএ সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের তিক্ত সম্পর্ক। জাতীয় রাজনীতির সেই দুই বিপরীত মেরুকে মিলিয়ে দিল প্রকল্প ঘোষণার রাজনীতি। শুক্রবারই একাধিক প্রকল্পে মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার মধ্যে রয়েছে,

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দশ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি
ইপিএফের আওতায় ন্যূনতম পেনশন ১ হাজার টাকা করা
সপ্তম বেতন কমিশনের শর্তাবলীতে অনুমোদন
সাবালক দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মোবাইল, ল্যাপটপ, ব্রেল নোট টেকার
প্রতিবন্ধীদের মোটরচালিত ট্রাই সাইকেল, হুইল চেয়ারে ভর্তুকি
আদিবাসী এলাকায় একশো দিনের কাজ দেড়শো দিন করা
প্রার্থীদের আসন পিছু ভোট প্রচার খরচের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

ভোটের মুখে জনমোহিনী সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তিনি নিজে কী করলেন।

শনিবার নবান্ন কমপ্লেক্স থেকেই একশোটিরও বেশি প্রকল্পের শিলান্যাস, পরিষেবার উদ্বোধন ও সুবিধা বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে,
৬২ টি পানীয় জল প্রকল্প, ২৭টি স্কুলে ছাত্রী আবাস
ওয়াকফ বোর্ডে মুসলিম ছাত্রাবাস, ৪টি কৃষক বাজার
২টি বীজ পরীক্ষাগার, ২টি বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠক্রম
এসএসকেএমে আইটিসিইউ, এসএসকেএমে প্রতীক্ষালয়, শীতাতপ নিয়ন্ত্রিত নজরুল মঞ্চ
-------
শিলান্যাস
-------
দার্জিলিং, গোবরডাঙা, মেমারি ও ধূপগুড়িতে জল সরবরাহ প্রকল্প
বাগবাজার ও চন্দননগরে গরিবদের আবাসন প্রকল্প
গার্ডেনরিচ-কাঁটাপুকুর উড়ালপুল
নামখানা-বকখালি রুটে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে সেতু
-------
বিতরণ
--------
অ্যাম্বুলেন্স, ছাত্রীদের সাইকেল, কৃষকরত্ন, লোকশিল্পীদের পরিচয় পত্র, স্কলারশিপ

নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দিতে পারে কয়েকদিনের মধ্যেই। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার আগেই, কংগ্রেস ও তৃণমূল, কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলেরই এখন তাই প্রতিশ্রুতির ঝুলি উজাড় করে দেওয়ার পালা।

.