মমতার জন্য সমতার সুর বজায় রেখেছেন মোদী, জটের ইঙ্গিত দেখছে কংগ্রেস

তৃণমূল কংগ্রেস সম্পর্কে আগাগোড়াই নরম থাকলেন নরেন্দ্র মোদী। এর থেকেই প্রমাণ হয়, ভোটের পরে তৃণমূলের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখতে চাইছে বিজেপি। কলকাতায় বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থ নরেন্দ্র মোদীর সমাবেশের পর এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Updated By: Feb 5, 2014, 07:51 PM IST

তৃণমূল কংগ্রেস সম্পর্কে আগাগোড়াই নরম থাকলেন নরেন্দ্র মোদী। এর থেকেই প্রমাণ হয়, ভোটের পরে তৃণমূলের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখতে চাইছে বিজেপি। কলকাতায় বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থ নরেন্দ্র মোদীর সমাবেশের পর এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

তৃণমূলের সঙ্গে জোট গড়ে নয়, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনে একাই লড়বে বিজেপি। আজ ব্রিগেডের মঞ্চ থেকে এমনটাই জানিয়ে দিয়েছেন রাহুল সিনহা। ভাষণে আগাগোড়াই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ক্ষুরধার ছিলেন রাহুল। রাজ্য বিজেপি যখন বর্তমান সরকারের সমালোচনা করছে, তখন মোদীর গলায় মমতার জন্য নরম সুর অন্য রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কংগ্রেস শিবির।

৩০ জানুয়ারির ব্রিগেডে নরেন্দ্র মোদীকে তেমন কড়া আক্রমণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভায় সেই সুর বজায় রাখলেন মোদী। এ থেকেই গোটা ব্যাপার স্পষ্ট বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র।

ব্রিগেডে নরেন্দ্র মোদীর বক্তব্যকে সামনে রেখে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ করেছে সিপিআইএম। সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের কটাক্ষ, মোদী জানেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী।

লোকসভা ভোটের আগে বিকল্প নীতির ভিত্তিতে জোট গড়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে বেশকয়েকটি রাজনৈতিক দল। এই জোট গঠনের সমালোচনা করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।

.