কংগ্রেসের সভায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের উঠল। চিট ফান্ড কাণ্ডে দাবিটা তুলল কংগ্রেস। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেও অনড় কংগ্রেস নেতার।  চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীদের গ্রেফতার ও আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত  মিছিল করে কংগ্রেস। দুবছরে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস।

Updated By: May 4, 2013, 07:51 PM IST

এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের উঠল। চিট ফান্ড কাণ্ডে দাবিটা তুলল কংগ্রেস। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেও অনড় কংগ্রেস নেতার।  চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীদের গ্রেফতার ও আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত  মিছিল করে কংগ্রেস। দুবছরে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস।
আজ মিছিল শেষে সভায় মুখ্যমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। দীপা দাসমুন্সি ঘোষণা করেন `প্রতিশ্রুতির সরকার আর নেই দরকার।` তবে শুধু দীপাই নন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ হানলেন প্রদীপ ভট্টাচার্য, ওমপ্রকাশ মিশ্রও। তাঁরা প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর সততায়।

.