শিক্ষামন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক, বহিরাগতর সংজ্ঞা নিয়ে উঠছে প্রশ্ন

Updated By: Jul 30, 2014, 11:14 PM IST
শিক্ষামন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক, বহিরাগতর সংজ্ঞা নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তির মূলে বহিরাগতদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশে আপত্তি জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী।   

কিন্তু শিক্ষামন্ত্রীর এই আপত্তি নিয়ে এবার প্রশ্ন উঠল ছাত্রছাত্রী মহলে। তাঁদের দাবি, বহিরাগত কারা আগে এই সংজ্ঞা ঠিক করুক শিক্ষা দফতর। পড়াশুনার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় চত্বরে আসা-যাওয়া করেন অনেকেই। তাদের বহিরাগত মানতে নারাজ যাদবপুরের পড়ুয়ারা। বরং হরিমোহন ঘোষ কলেজ বা প্রেসিডেন্সির ঘটনা টেনে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যেই পাল্টা প্রশ্ন ছুড়েছেন তাঁরা

বহিরাগতর নির্দিষ্ট সংজ্ঞা ঠিক করার দাবিও উঠেছে। বিশ্ববিদ্যালয়ে সেমিনার বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিতেও অনেকে আসেন। তাঁদেরও কি এই তকমা দেওয়া যায়, উঠছে প্রশ্ন।

 

.