নিজস্ব প্রতিবেদন: কাশীপুর রেল কোর্য়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার (Arjun Chowrasia) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে বিজেপি (BJP)। শাসকদলের পাল্টা দাবি, নিহত যুবক তাঁদের কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দমদম বিমানবন্দরে নেমেই সোজা কাশীপুরে ঘটনাস্থলে যান শাহ। সেখানে অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করেন। কথা বলেন অর্জুনের মা, ঠাকুমা ও অন্যান্যদের সঙ্গে। এরপর ঘটনাস্থলে দাঁড়িয়েই রহস্যমৃত্যুর ঘটনায় CBI তদন্ত চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় শুক্রবারের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।


কে এই অর্জুন চৌরাসিয়া? (Arjun Chowrasia)


  • -বয়স ২৫ কিংবা ২৬

  • -একালার একটি হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। মাধ্যমিক পাস

  • -এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

  • -২০১৩-তে বিজেপির সদস্য হন। 

  • -২০১৯ সালে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির মণ্ডল সহ-সভাপতি হন। 

  • -শেষ কলকাতা পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডের ১৪২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন।


যদিও তৃণমূল (TMC) বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh) দাবি করেছেন, গত পুর নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছে। ওর বাবা কংগ্রেসের নেতা ছিল। ওর বাবাও একইভাবে আত্মহত্যা করেছে।"



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)