Debangshu Bhattacharya: "CPIM কখনও নিজের প্রতীকে লড়ে, কখনও BJP-র", বিস্ফোরক দেবাংশু; পাল্টা দিলেন শতরূপ-তরুণজ্যোতি

"যেমন অসুর বিভিন্ন রূপে এসেছে, তেমনই সিপিএম-বিজেপি। এখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় আদিশক্তি। বারবার ওদের হারাচ্ছেন। সোশ্য়াল মিডিয়ায় সিপিএম-বিজেপি এক হয়ে লড়াই করে। সিপিএম কখনও নিজের প্রতীকে লড়ে, কখনও পদ্মের প্রতীকে"

Reported By: তনুজিৎ দাস | Updated By: May 23, 2022, 10:41 PM IST
Debangshu Bhattacharya: "CPIM কখনও নিজের প্রতীকে লড়ে, কখনও BJP-র", বিস্ফোরক দেবাংশু; পাল্টা দিলেন শতরূপ-তরুণজ্যোতি

তনুজিৎ দাস: সিপিএম (CPIM), বিজেপিকে (BJP) এক আসনে বসিয়ে আক্রমণ শানলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তৃণমূল (TMC) নেতার দাবি, বাম দলটি কখন কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে, আবার কখন পদ্ম প্রতীকে ভোটে লড়ে। আলিমুদ্দিনে বৈঠক করে তাঁরা প্রতীক ঠিক করেন। পাল্টা উত্তর দিলেন শতরূপ-তরুণজ্যোতি      

Zee 24 Ghanta-কে ফোনে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, "পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কিছু নয়। সিপিএম-এরই এক্সটেন্ডেড ভার্সান হল বিজেপি। যেমন অসুর বিভিন্ন রূপে এসেছে, তেমনই সিপিএম-বিজেপি। এখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় আদিশক্তি। বারবার ওদের হারাচ্ছেন। সোশ্য়াল মিডিয়ায় সিপিএম-বিজেপি এক হয়ে লড়াই করে। সিপিএম কখনও নিজের প্রতীকে লড়ে, কখনও পদ্মের প্রতীকে। কোন প্রতীকে লড়বে, সেটা আলিমুদ্দিনে বৈঠক করে ঠিক করে।"

যুব তৃণমূল (TMC) নেতাকে উত্তর দিতে দেরি করেনি সিপিএম (CPIM), বিজেপি (BJP)। Zee 24 Ghanta-কে ফোনে শতরূপ ঘোষ (Shatarup Ghosh) বলেন, "গোটা CPIM-এ একজনও এমন নেতা নেই, যে কাস্তে-হাতুড়ি-তারা অন্য কোনও প্রতীকে লড়েছে। কিন্তু তৃণমূলে অর্জুন-বাবুল-মুকুল-সব্যসাচী-জয়প্রকাশ-রাজীব থেকে শুরু করে এমন সাড়ে তিন ডজন নেতা রয়েছেন, যাঁরা এর আগে বিজেপির প্রতীকে লড়েছেন। তাই দেবাংশুকে বলছি, বাকি তৃণমূল নেতারা যখন বাংলার রাজনীতিতে ভিলেনের ভূমিকা পালন করছেন, তখন ও কেন কমেডিয়ান হচ্ছে? সব বিষয়ে কথা বলে নিজের পাশাপাশি, নিজের দলকেও হাসির খোরাক করছে।"
 
বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari) তোপ, "দেবাংশু ক্ষমতায় থেকে রাজনীতি করছে, যাঁরা মাঠে নেমে রাজনীতি করে, তাঁর এই ধরনের কথা বলবে না। ওঁর কথায় বোঝা যায়, রাজনৈতিক জ্ঞান কতটা!"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.