লোকসভা নির্বাচনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোটের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল প্রায় সাত সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে- বি এ ,বি এসসি পার্ট থ্রি অনার্সের লিখিত পরীক্ষ ৯ই এপ্রিলের বদলে শুরু হবে ২৬ শে মে ।

Updated By: Mar 10, 2014, 09:13 PM IST

ভোটের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল প্রায় সাত সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে- বি এ ,বি এসসি পার্ট থ্রি অনার্সের লিখিত পরীক্ষ ৯ই এপ্রিলের বদলে শুরু হবে ২৬ শে মে ।

বিএ , বি এসসি পার্ট থ্রি জেনারেলের পরীক্ষা ২৩শে এপ্রিলের বদলে শুরু হবে ৩রা জুন। বিকম পার্ট থ্রি অনার্সের পরীক্ষা ৯ এপ্রিলের বদলে শুরু হবে ২৬ শে মে। বি কম পার্ট টু অনার্সের পরীক্ষা ৩০ শে এপ্লিরে বদলে শুরু হবে ১০ জুন। বি কম পার্ট টু জেনারেলের পরীক্ষা ৮ মে বদলে শুরু হবে ১৭ জুন। বি এ, বিএসসি পার্ট টু অনার্সের পরীক্ষা ২০ শে মের বদলে শুরু হবে ২৫ শে জুন। বি এস সি পার্ট টু জেনারেলের পরীক্ষা ১৬ই জুনের বদলে শুরু হবে ২২ শে জুলাই। বি কম পার্ট ওয়ান অনার্সের পরীক্ষা ৪ জুনের বদলে শুরু হবে ৮ জুলাই। বি এ, বি এসসি পার্ট

.