পুরনো নথি ঘেঁটে নেতাজিকে জানার চেষ্টা, কলকাতা পুলিস মিউজিয়ামে বাড়ছে ভিড়

১৯৩৯ থেকে ১৯৪৯ সময়কালের ৬৩টি ফাইল ও ১৯২২ সালের একটি ফাইল কলকাতা পুলিসের মিউজিয়ামে রাখা হয়েছে। 

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Edited By: সুদীপ দে | Updated By: Jan 23, 2020, 01:18 PM IST
পুরনো নথি ঘেঁটে নেতাজিকে জানার চেষ্টা, কলকাতা পুলিস মিউজিয়ামে বাড়ছে ভিড়

নিজস্ব সংবাদদাতা: লোকচক্ষুর আড়ালে থাকা এক গুচ্ছ নথি রয়েছে কলকাতা পুলিস মিউজিয়ামে। বিষয়বস্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁকে ঘিরে বাঙালির মনে রয়েছে আবেগ। যাঁর টানে প্রবীণ থেকে নবীন ছুটে আসছেন মিউজিয়ামে। উল্টে পাল্টে দেখছেন নেতাজি সংক্রান্ত নথি। ১৯৪৫-এর ১৮ অগস্ট জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কিনা, এই প্রশ্নে আজও সমান আলোড়িত হয় বাঙালির বৈঠকে-আড্ডায়।

২০১৫ সালে সেপ্টেম্বর মাসে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল উন্মোচন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই নথি রয়েছে মানিকতলা পুলিস মিউজিয়ামে। দেখতে দেখতে পাঁচ বছর হতে চলেছে। প্রতিদিন নেতাজি-ভক্তের তালিকাও বাড়ছে। মিউজিয়াম কর্তৃপক্ষর দাবি, যাঁরা সংগ্রহশালায় আসেন তাঁরা অনেকেই নেতাজির ফাইল দেখতে চান। এক পুলিস কর্তার দাবি, এখন আগের থেকে টিকিটের বিক্রি অনেকটা বেড়েছে। মানুষ যত জানছেন, ততই এই সংগ্রহশালায় এসে নেতাজির ফাইলের খোঁজ করছেন।’’

আরও পড়ুন: মৃত্যুঞ্জয়ী সুভাষচন্দ্র: ১২৩তম জন্মদিনেও তাঁর মৃত্যু নিয়ে দ্বিধাবিভক্ত দেশবাসী

১৯৩৯ থেকে ১৯৪৯ সময়কালের ৬৩টি ফাইল ও ১৯২২ সালের একটি ফাইল কলকাতা পুলিসের মিউজিয়ামে রাখা হয়েছে। কলকাতা পুলিস ও রাজ্য পুলিসের গোয়েন্দা বিভাগের (আইবি) নথি সংবলিত ফাইলগুলিতে ১২ হাজার ৭৪৪টি পাতা রয়েছে। ঝুরঝুরে হলদেটে পাতাগুলো কাচের শো কেসে যত্নে রাখা ছাড়াও কম্পিউটারে ডিজিটাল সংস্করণও অন্তর্ভুক্ত করা হয়েছে। মেডিক্যালের এক ছাত্র বলেন, ‘’আগ্রহ অনেকটাই বেড়েছে। পুরানো নথি। অনেক তথ্য। তাই কিনলাম।’’

.