কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে হামলা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে হামলার অভিযোগ উঠল। এসএফআইয়ের অভিযোগ, ছাত্র সংসদের ঘরের দরজা ভাঙার চেষ্টা হয়েছে। সোমবার সকালে দরজা খুলতে গেলে বিষয়টি নজরে আসে ছাত্রছাত্রীদের।

Updated By: Dec 26, 2011, 09:37 PM IST

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে হামলার অভিযোগ উঠল। এসএফআইয়ের অভিযোগ, ছাত্র সংসদের ঘরের দরজা ভাঙার চেষ্টা হয়েছে। সোমবার সকালে দরজা খুলতে গেলে বিষয়টি নজরে আসে ছাত্রছাত্রীদের। শুধু দরজা ভাঙার চেষ্টাই নয় অভিযোগ, ছিঁড়ে দেওয়া হয়েছে এসএফআইয়ের নো অর্ডিন্যান্স লেখা পোস্টার এবং ব্যানার। তৃণমূল ছাত্র পরিষদই এঘটনা ঘটিয়েছে বলে এসএফআইয়ের অভিযোগ। নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ছাত্র সংসদের ঘরে তালা ঝুলিয়ে চলে যান এসএফআই সমর্থকেরা। মাঝে শনি, রবিবার ছিল ছুটির দিন। সোমবার দরজা খুলতে এসে ছাত্রছাত্রীরা দেখেন কে বা কারা দরজা ভাঙার চেষ্টা চালিয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে। চব্বিশ ঘণ্টা নজরদারি চালান তাঁরা। থাকেন রাজ্য সরকারের গোয়েন্দারাও। প্রশ্ন উঠেছে তাদের সবার নজর এড়িয়ে কারা ঘটাল এই ঘটনা?

Tags:
.