ডিএ নিয়ে ডামাডোল, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলছে না অর্থমন্ত্রীর বয়ান, ধন্দে রাজ্যবাসী

ডিএ নিয়ে ডামাডোল সরকারের অন্দরে। অর্থমন্ত্রী যা বলছেন তার সঙ্গে মিলছে না শিল্পমন্ত্রীর কথা। আবার মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে মিলছে না শিল্পমন্ত্রীর মন্তব্য?  ধন্দে রাজ্যবাসী।  অর্থমন্ত্রী বলেছিলেন ৩৮% কেন, কোনও মহার্ঘভাতাই বাকি নেই সরকারি কর্মীদের। শিল্পমন্ত্রী বললেন বকেয়া ৩৮% মেটানো হবে না একথা কখনই বলেনি সরকার।   

Updated By: Nov 21, 2013, 09:32 PM IST

ডিএ নিয়ে ডামাডোল সরকারের অন্দরে। অর্থমন্ত্রী যা বলছেন তার সঙ্গে মিলছে না শিল্পমন্ত্রীর কথা। আবার মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে মিলছে না শিল্পমন্ত্রীর মন্তব্য?  ধন্দে রাজ্যবাসী।  অর্থমন্ত্রী বলেছিলেন ৩৮% কেন, কোনও মহার্ঘভাতাই বাকি নেই সরকারি কর্মীদের। শিল্পমন্ত্রী বললেন বকেয়া ৩৮% মেটানো হবে না একথা কখনই বলেনি সরকার। 
 
সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা নিয়ে বিতর্কের শুরু অর্থমন্ত্রীর ঘোষণায়। কোনও মহার্ঘভাতা বাকি নেই। অর্থমন্ত্রীর এই মন্তব্যে বিতর্কের ঝড়। প্রতিবাদে উত্তাল নবান্ন।
সরকারি কর্মচারিদের প্রবল চাপের মুখে কোনঠাসা সরকার। মুখ্যমন্ত্রী জানালেন মহার্ঘভাতার নতুন মডেল করতে চলেছে রাজ্য। জানুয়ারিতেই ছয়  শতাংশ ডিএ হাতে পাবেন কর্মচারিরা।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় জল পড়েনি ক্ষোভের আগুনে। বুধবার ফের বিক্ষোভ নবান্নয়।
শুক্রবার একেবারে অন্যপথে হাঁটলেন শিল্পমন্ত্রী। বললেন,বকেয়া ৩৮% মেটানো হবে না একথা কখনই বলেনি সরকার। 
সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘ্য দেওয়া নিয়ে কী তবে সত্যিই চাপে সরকার? নাকি বকেয়া ডিএ দেওয়া নিয়ে বড়ই বিভ্রান্ত মন্ত্রীরা? নাকি এ নিয়ে এখনও কোনও সঠিক সিদ্ধান্তই নিতে পারেনি রাজ্য? ? কারন যাই হোক, মহার্ঘ্য বকেয়া যে সত্যিই মহার্ঘ্য সমস্যা হয়ে দাড়িয়েছে মুখ্যমন্ত্রীর। তা অন্তত পরিস্কার ত্রিবচনে।

.