রাজ্য সরকারি কর্মীদের উত্সব অ্যাডহক বোনাস বাড়ল, তবে ডিএ নিয়ে ধোঁয়াশা থাকলই

রাজ্য সরকারি কর্মীদের উত্সব অ্যাডহক বোনাস ২৬০০ টাকা থেকে বেড়ে হল ৩ হাজার টাকা। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাঁদের বেতন ২২হাজার টাকা পর্যন্ত, তাঁরাই পাবেন এই বোনাস। ২২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন যাঁদের, তাঁদের অগ্রিমও বেড়ে হল তিন হাজার টাকা।

Updated By: Jul 15, 2014, 10:00 PM IST

রাজ্য সরকারি কর্মীদের উত্সব অ্যাডহক বোনাস ২৬০০ টাকা থেকে বেড়ে হল ৩ হাজার টাকা। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাঁদের বেতন ২২হাজার টাকা পর্যন্ত, তাঁরাই পাবেন এই বোনাস। ২২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন যাঁদের, তাঁদের অগ্রিমও বেড়ে হল তিন হাজার টাকা।

গতবার তাঁরা পেয়েছিলেন আড়াই হাজার টাকা। পেনশনভোগী ও রাজ্য সরকারের আওতাধীন সংস্থার কর্মীদের অনুদানও বাড়ছে। এক হাজার টাকা থেকে বেড়ে তাঁদের প্রাপ্তি দাঁড়াচ্ছে দেড় হাজার টাকা। আজ নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র এই ঘোষণা করেছেন।

বোনাসে আছি, ডিএ-তে নেই। কথায় নয়, আচরণে এমনটাই বুঝিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আজ নবান্নে তিনি রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু, বকেয়া ৪২ শতাংশ ডিএ কর্মীরা কবে পাবেন? প্রশ্ন শুনেই অ্যাবাউট টার্ন নিলেন মন্ত্রীমশাই।

.