টিকিটের লাইনে রমরমিয়ে চলছে দালাল রাজ

অফিস টাইমে লম্বা লাইন টিকিট কাউন্টারের সামনে এটাই ছবি হাওড়া-শিয়ালদার মতো ব্যস্ত স্টেশনের। টিকিট পেতে রীতিমতো নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনে রয়েছে একাধিক টিকিট কাউন্টার। স্টেশনের বাইরে বিভিন্ন ফ্র্যানচাইজি থেকেও টিকিট পাওয়া যায়। রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং কিয়ক্সও। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ সাধারণ মানুষের।  

Updated By: Oct 27, 2016, 09:55 AM IST
টিকিটের লাইনে রমরমিয়ে চলছে দালাল রাজ

ওয়েব ডেস্ক: অফিস টাইমে লম্বা লাইন টিকিট কাউন্টারের সামনে এটাই ছবি হাওড়া-শিয়ালদার মতো ব্যস্ত স্টেশনের। টিকিট পেতে রীতিমতো নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনে রয়েছে একাধিক টিকিট কাউন্টার। স্টেশনের বাইরে বিভিন্ন ফ্র্যানচাইজি থেকেও টিকিট পাওয়া যায়। রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং কিয়ক্সও। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ সাধারণ মানুষের।  

এই দুর্দশার সুযোগ নিয়েই টিকিটের লাইনে রমরমিয়ে চলছে দালাল রাজ। মহিলা লাইনে কম ভিড় হয়। সেখানেই টিকিট কেটে দিচ্ছেন কিছু মহিলা। যার জন্য ইচ্ছে মতো টাকা নিচ্ছেন তাঁরা। এই কাজের পুরোটাই বেআইনি। তবে সবটাই হচ্ছে রেল কর্তৃপক্ষের নাকের ডগায়। সকলের চোখের সামনে। 

অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। 

.