আজ বন্ধ রাজ্যের ওষুধের দোকান

ওষুধ বিক্রেতাদের সমাবেশের জেরে, আজ রাজ্যের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ রয়েছে।  রাজ্যে পিপিপি মডেলে জেনেরিক ওষুধের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের পুনর্বিবেচনা সহ ৭ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে  বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  অ্যাসোসিয়েশন (বিসিডিএ)। সংগঠনের আওতায়  রয়েছে রাজ্যের পঁয়তিরিশ হাজারের বেশি ওষুধের দোকান। এর মধ্যে আপত্কালীন পরিস্থিতির জন্য কিছু দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিডিএ। 

Updated By: Jan 21, 2013, 12:15 PM IST

ওষুধ বিক্রেতাদের সমাবেশের জেরে, আজ রাজ্যের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ রয়েছে।  রাজ্যে পিপিপি মডেলে জেনেরিক ওষুধের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের পুনর্বিবেচনা সহ ৭ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে  বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  অ্যাসোসিয়েশন (বিসিডিএ)। সংগঠনের আওতায়  রয়েছে রাজ্যের পঁয়তিরিশ হাজারের বেশি ওষুধের দোকান। এর মধ্যে আপত্কালীন পরিস্থিতির জন্য কিছু দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিডিএ। 
কলকাতা ও শহরতলির বিভিন্ন হাসপাতাল চত্বরে ৭০টি দোকান খোলা রেখেছে বিসিডিএ। এর মধ্যে এসএসকেএম হাসপাতালের সামনে ৬টি, এআরএসের সামনে ৩টি ও মেডিক্যাল কলেজ,  বাঙ্গুর ও আর জি কর হাসপাতাল সংলগ্ন ২টি করে দোকান খোলা রাখা হয়েছে। শহর ও শহরতলি বেশিরভাগ দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে কন্ট্রোল রুম খুলছে বিসিডিএ। কন্ট্রোল রুমের ফোন নম্বর ২২৪২ ৮৯৪৪ এবং ২২১০ ৪৫৩৭।

.