চিড়িয়ামোড়ে উদ্ধার যুবকের নলি কাটা দেহ, ঘটনাস্থলে সিঁথি থানা-লালবাজারের হোমিসাইড

ময়না তদন্তেহ জন্য পাঠানো হয়েছে দেহ।

Updated By: Jul 27, 2021, 01:36 PM IST
চিড়িয়ামোড়ে উদ্ধার যুবকের নলি কাটা দেহ, ঘটনাস্থলে সিঁথি থানা-লালবাজারের হোমিসাইড

নিজস্ব প্রতিবেদন: চিড়িয়ামোড় এলাকায় উদ্ধার এক যুবকের নলি কাটা দেহ। খুন বলে প্রাথমিক অনুমান পুলিসের। মৃতের নাম মিহির হাঁসদা। বয়স ৫১। ঘটনাস্থলে সিঁথি থানার পুলিস এবং কলকাতা পুলিসের হোমিসাইড শাখা।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দিঘীর পাড় এলাকার ২/৮ নম্বর বাড়িতে উপুড় হয়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর ভাল করে লক্ষ্য করলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেহটি। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সিঁথি থানায় খবর দেন। পুলিস এসে দেখে নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে দেহটি। 

আরও পড়ুন: #call_centre: Amazon-এর নামে শহরে ভুয়ো কলসেন্টার! গ্রেফতার ১১ কর্মী

আরও পড়ুন: 'কমিটির সদস্যরা BJP ঘনিষ্ঠ', NHRC-র রিপোর্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের

পুলিসের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে  মিহির হাঁসদাকে। তবে, ঘরের ছাদে একটা নাইলনের দেহ ঝুলতে দেখেন তদন্তকারীরা। এটা ঘিরেও তৈরি হয়েছে ধন্দ। সিঁথি থানার পাশাপাশি ঘটনাস্থলে এসেছে লালবাজারের হোমিসাইড শাখা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে, তদন্ত এগোবে পুলিস।

.