ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার

ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। গত ২৬ এপ্রিল মোবাইলে ফোন পান কৈখালির বাসিন্দা বিন্দু রাও। তাঁর দাবি, ফোনে ডেবিট কার্ড ও মোবাইলের নম্বর জানতে চান এক ব্যক্তি। অনলাইনে নম্বর দুটি রেজিস্ট্রি করানোর কথা বলে বিন্দু রাওয়ের কাছ থেকে দুটি নম্বর নেওয়া হয়।  

Updated By: Jun 14, 2015, 04:09 PM IST

ওয়েব ডেস্ক: ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। গত ২৬ এপ্রিল মোবাইলে ফোন পান কৈখালির বাসিন্দা বিন্দু রাও। তাঁর দাবি, ফোনে ডেবিট কার্ড ও মোবাইলের নম্বর জানতে চান এক ব্যক্তি। অনলাইনে নম্বর দুটি রেজিস্ট্রি করানোর কথা বলে বিন্দু রাওয়ের কাছ থেকে দুটি নম্বর নেওয়া হয়।  

তারপর দিন বিন্দু দেবি দেখেন অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে এক লক্ষ টাকা। গত ২৯ এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল শিবপুর থেকে গ্রেফতার করা হয় প্রভাত সিং নামে এক ব্যক্তিকে। আজ তাকে আদালতে তোলা হয়।

.