Babul Supriyo: মিটেও মিটছে না শপথ-জট! রাজ্যপালের সিদ্ধান্তে আপত্তি ডেপুটি স্পিকারের
রাজ্যপালকে সিদ্ধান্ত বদলের আর্জি বাবুলের।
নিজস্ব প্রতিবেদন: শেষ হইয়াও, হইল না শেষ! বিধায়ক পদে বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) শপথ গ্রহণ ঘিরে নয়া জটিলতা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor Jagdeep Dhankhar) সিদ্ধান্ত মানতে নারাজ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। কেন? জি ২৪ ঘণ্টাকে জানালেন, 'স্পিকার থাকতে ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করান না। আমার কাছে প্রস্তাব এলে লিখিতভাবে জানিয়ে দেব'।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভাকেন্দ্রটি। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। ভোটে জিতে এবার বিধায়ক হয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। বিধানসভায় কবে শপথগ্রহণ? স্পিকার যাতে নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে পারেন, সেই সংক্রান্ত ফাইল ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। স্রেফ ফাইলটি ফেরত পাঠানো নয়, উল্টে বিধানসভার সচিব ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়। জানান, এতদিন বিধাসভা সংক্রান্ত যা যা প্রশ্ন করেছেন, সেই সমস্ত প্রশ্ন উত্তর দিলে, তবেই ফাইলে সই করবেন! সূত্রের খবর তেমনই।
অবশেষে জট কাটে এদিন। রাজ্যপাল টুইট করে জানান, তাঁর প্রতিনিধি হিসেবে বালিগঞ্জের তৃণমূল বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়।
WB Guv:
By virtue of the power vested in me by article 188 of the Constitution of India, Dr. Asish Banerjee, Deputy Speaker, WBLA is appointed as the person before whom Shri Babul Supriyo, elected from 161-Ballygunge Assembly constituency, shall make and subscribe an oath. pic.twitter.com/iTnaBRix1z
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 30, 2022
স্পিকারকে দায়িত্ব দেওয়া হল না কেন? রাজ্যপালের সিদ্ধান্তকে মানতে রাজি নন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোধ্যায়। জি ২৪ ঘণ্টা তিনি স্পষ্ট জানালেন, 'মাননীয় স্পিকার থাকতে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা ঠিক কাজ নয়। স্পিকারের সম্মান লাঞ্চিত করা আমাদের উদ্দেশ্য হতে পারে না। যিনি দীর্ঘদিন ধরে স্পিকারের কাজ করছেন, তিনিই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান। আমার কাছে যদি প্রস্তাব আসে, তাহলে লিখিতভাবে জানিয়ে দেব'।
রাজ্যপালকে সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়েছেন বাবুল সুপ্রিয়। টুইট করেছেন, 'বালিগঞ্জের মানুষের স্বার্থে সিদ্ধান্ত বদল করুন এবং স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দিন'।
For the sake of the people of Ballygunge, who did not hv a MLA for several months since the demise of Subroto Mukherjee, I would request your excellency @jdhankhar1 ji to reverse the decision & allow Honble Speaker to preside over my oath taking allowing me to start my work pic.twitter.com/ol8n1oZmtp
— Babul Supriyo (@SuPriyoBabul) April 30, 2022
এর আগে, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে পরপর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। সাংসদ পদে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে।