পুড়ে ছাই রাজারহাটের বৈদিক ভিলেজ, আতঙ্কিত অতিথিরা
দীর্ঘ ছয় ঘন্টা ধরে আগুন জ্বলে বলে জানা গিয়েছে। দমকলের ১২ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই রাজারহাটের বৈদিক ভিলেজে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই আগুন লাগে বৈদিক ভিলেজে। একের পর এক কটেজ, রেস্তোরাঁ, বার, কনফারেন্স রুম পুড়তে শুরু করে। প্রথমদিকে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দমকলকর্মীরা ঢুকতে পারেনি। দাহ্যবস্তু প্রচুর পরিমাণ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
দীর্ঘ ছয় ঘন্টা ধরে আগুন জ্বলে বলে জানা গিয়েছে। দমকলের ১২ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি।
রাতে ঝড়-বৃষ্টির জেরে বাজ পড়েই আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের।
ভিডিয়ো: 'তোমার নাম আমার নাম-ভিয়েতনাম' স্লোগানের রাজ্যেই বিজেপির 'জয় শ্রী রাম'
দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ''কীভাবে এখানে আগুন লেগেছে এখনই বলা সম্ভব নয়। তবে দাহ্যবস্তু দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে।'' দমকলের ডিজি বলেন, ''এখানে ফায়ার লাইসেন্স ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে।'' ফরেনসিক আধিকারিকরাও ঘটনাস্থল ঘুরে দেখবেন।
এদিকে খবর করতে গিয়ে স্থানীয় কিছু যুবকদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। কয়েকজন দমকলকর্মীও আক্রান্ত হন। কেন এই হামলা? তাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।