নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে জেতার সুযোগ নেই। সে জন্য নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামে মমতার প্রার্থী হওয়ার ঘোষণার প্রেক্ষিতে এই দাবি করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ দিন  দক্ষিণ কলকাতায় রোড শো শেষে সভায় বিজেপির রাজ্য সভাপতি হুঙ্কার দেন,'দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে লাভ নেই। এটা রাম-লক্ষ্মণ জুটি। ঘাসফুল ফুটবে না। ভুলে যান গঙ্গার ওপারে যাওয়ার কথা। ফেব্রুয়ারির পর পার্টি অফিসে ঝান্ডা পোঁতার লোক থাকবে না।'            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নিজের বর্তমান কেন্দ্র ভবানীপুরকে তিনি হতাশ করবেন না। নিজেই বলেছেন,'পারলে দু'টি জায়গা থেকে দাঁড়াব।' ভবানীপুরে হারবেন বলেই মমতা নিরাপদ আসন খুঁজছেন বলে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়,'নন্দীগ্রামের মাটি শক্তি আছে না নরম হয়ে গিয়েছে, সেটা দেখতে গিয়েছেন দিদিমণি। আমার মনে হয় জবাব পেয়ে গিয়েছেন। বাকিটা শুভেন্দু দা দিয়ে দেবেন কালকে। আসলে তা নয়, ভবানীপুর জেতার কোনও সুযোগ নেই। নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন মমতা। দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে লাভ নেই। এটা রাম-লক্ষ্মণ (দিলীপ-শুভেন্দু) জুটি। ঘাসফুল ফুটবে না। ভুলে যান গঙ্গার ওপারে যাওয়ার কথা।' দিলীপের সংযোজন,'দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, তখন ভবানীপুরটা জিতে নেব।' 


তার আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, 'নন্দীগ্রামে আপনি দাঁড়াতেই পারেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোনও মিটিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, কে কোথায় দাঁড়াবেন সভা থেকে বলা যায় না। এটাই তফাৎ। আপনি দাঁড়ান। পদ্মফুলটা আমাকে দিন বা আর যাঁকে দিন হাফ লাখ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।'       


আরও পড়ুন- ভবানীপুরে হারবেন তাই নন্দীগ্রামে লড়তে চাইছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা বাম-কংগ্রেসের