Covid-19: করোনা আক্রান্ত কলকাতার একাধিক হাসপাতালের বহু চিকিত্সক, জরুরি বৈঠকে স্বাস্থ্যকর্তারা
এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতার রিজিওন্য়াল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির ৮ চিকিত্সক করোনা আক্রান্ত
![Covid-19: করোনা আক্রান্ত কলকাতার একাধিক হাসপাতালের বহু চিকিত্সক, জরুরি বৈঠকে স্বাস্থ্যকর্তারা Covid-19: করোনা আক্রান্ত কলকাতার একাধিক হাসপাতালের বহু চিকিত্সক, জরুরি বৈঠকে স্বাস্থ্যকর্তারা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/03/360302-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী। তালিকায় রয়েছে কলকাতার একাধিক সরকারি হাসপাতালের চিকিত্সকরা। এনিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যভবনের।
রাজ্যে করোনার বাড়বাড়ন্তের দিকে লক্ষ্যে রেখে জেলা হাসপাতালগুলিকে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। রোজ অন্তত ৫৫,০০০ করোনা পরীক্ষা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জেলা হাসপাতালগুলির সিএমওএইচদের। এছাড়াও মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সপ্যালদের বলা হয়েছে, করোনা পরীক্ষার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তা পূরণ হচ্ছে না। সেই মতো আজ থেকেই টেস্টের লক্ষ্যমাত্রা ৫৫,০০০ নিয়ে যেতে হবে। গত কয়েক দিনে করোনা টেস্টের সংখ্যা ৪০,০০০ এর নীচে ঘোরাফেরা করছিল। পজিটিভিটি রেট যেখানে ১৫ শতাংশ ছাপিয়ে গিয়েছে সেখানে টেস্টের উপরেই বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার।
এদিকে, গত কয়েক দিনে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন কলকাতার একাধিক হাসপাতালের চিকিত্সকরা। এনিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের। সোমবার এনিয়ে স্বাস্থ্যভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে বলা হয়েছে চিকিত্সক সঙ্কট 'লোকালি ম্যানেজ' করতে হবে। কোনওভাবেই চিকিত্সপারিষেবা ব্যাহত হতে দেওয়া যাবে না।
আরও পড়ুন-৪ দিন পর বাঘ ফিরল নিজ ডেরায়, স্বস্তিতে গোসাবাবাসী
এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতার রিজিওন্য়াল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির ৮ চিকিত্সক করোনা আক্রান্ত। এছাড়াও আরও ১০ জনের শরীরে করোনা উপসর্গ রয়েছে। চিত্তরঞ্জন সেবা সদনে করোনা আক্রান্ত ৩৬ জন। এদের মধ্যে ৩০ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এখনওপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। এছড়াও এনআরএস মেডিক্য়াল কলেজে আক্রান্ত ২০-২৫ জন। এদের মধ্যে রয়েছেন জুনিয়র ডাক্তার ও সিনিয়র চিকিত্সক।